রাজনীতি

দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ জানালেন বর্ধমানের ৩নং ওয়ার্ড যুব সভাপতি, আলোড়ন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ওয়ার্ডের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছেন দলেরই সাধারণ সম্পাদক আব্দুল রব। এমনকি নিজের ইট, পাথরের ব্যবসার কাজে পাড়ার রাস্তায় ভারি গাড়ি ঢোকানোর জন্য ভেঙে যাচ্ছে ড্রেন, রাস্তা। এলাকার মানুষ কে এর ফল ভোগ করতে হচ্ছে। প্রতিবাদ করলে চোখ রাঙানির মুখে পড়তে হচ্ছে দলেরই কর্মী থেকে সাধারণ মানুষকে। শুক্রবার বর্ধমানে জেলখানা মোড়ের একটি অনুষ্ঠান গৃহে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ জানালেন বর্ধমান পুরসভার ৩নং ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি শেখ বান্টি।

শেখ বান্টি জানিয়েছেন, ‘ওয়ার্ডের কাউন্সিলর এর সহযোগিতায় সম্প্রতি একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এলাকার রাস্তা, ড্রেন, আলো, দুটো সাবমার্সিবল পাম্প বসানো থেকে সম্প্রতি কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের বাড়ি মেরামত করে দেওয়া হয়েছে। মাত্র কয়েকমাস আগেই রসিকপুর এলাকার বেহাল রাস্তা সংস্কার হয়েছে। এই রাস্তা ট্রাক্টর বা ছোট গাড়ি চলাচলের উপযুক্ত। কিন্তু প্রায়ই ইট, বালি, পাথরের ভারী গাড়ি ঢুকে কখনো রাস্তা আবার কখনো রাস্তার পাশের ড্রেন ভেঙে দিচ্ছে। আমরা এই ৬চাকা, ১০চাকার লরি ঢোকার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমাদের সঙ্গে এলাকার মানুষ সহমত পোষণ করেছেন। আমরা এব্যাপারে দলকে সব জানিয়েছি।’

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর চায়না কুমারী। তিনি বলেন, ‘ আগে রসিকপুর এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে বাধা এসেছে। কিন্তু এখন ওয়ার্ডের যুব সভাপতি শেখ বান্টি উদ্যোগ নিয়ে অনেক কাজ করছেন। আমাদের দলের নীতিই হচ্ছে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করা। তাই ওয়ার্ডের সমস্যা সমাধানে সকলকেই একসাথে কাজ করতে হবে।’

অন্যদিকে তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকা জেলা নেতা আব্দুল রব তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে জানিয়েছেন, ‘ সমস্ত অভিযোগ মিথ্যা। যিনি অভিযোগ করেছেন আগে তাকে প্রশ্ন করুন, তার পদ টা সাংগঠনিক নাকি প্রশাসনিক? এলাকার উন্নয়ন করার তিনি কে? পুরসভা কি করছে? কাউন্সিলর কি একবারও আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন? শহরের সব পাড়ার রাস্তা দিয়ে বড় গাড়ি ঢোকে। তাহলে  রসিকপুরের এই একটা রাস্তায় ৬চাকা গাড়ি ঢুকলে ওদের কি অসুবিধা হচ্ছে? আমার পৈতৃক ব্যবসার জন্য আমার বাড়ির কাছে গাড়ি আসছে। অসুবিধা কোথায়? ভাল করে খোঁজ নিয়ে দেখুন এইসবের পিছনে নিশ্চই কোন স্বরযন্ত্র রয়েছে। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে ছিলাম। একাধিক দলীয় দায়িত্ব পালন করেছি। এখনও দলের সঙ্গেই আছি। সুতরাং দুদিন দলের একটা পদ পেয়ে কে কি বললো সেই নিয়ে আমি কিছু বলতে চাইনা।’ এদিকে দলেরই এক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলের ওয়ার্ড যুব সভাপতির অভিযোগ করাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে শহর জুড়ে।

Recent Posts