---Advertisement---

১৭-২১জানুয়ারি বর্ধমানে পৌষালী উৎসব -২৪’-এর মঞ্চ মাতাতে কারা আসছেন? দেখে নিন এক ঝলকে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: জানুয়ারি মানেই উৎসবের মাস। স্বাভাবিকভাবেই নতুন বছরের শুরু থেকেই বর্ধমান শহর জুড়ে একের পর এক তারকাখচিত উৎসবের জোয়ারে গা ভাসাতে প্রস্তুত হচ্ছে আপামর বর্ধমানবাসী। আগামী ১৭ থেকে ২১ জানুয়ারী, ২০২৪ শহরের বাজেপ্রতাপুরে বিধান সংঘের মাঠে আয়োজিত হতে চলেছে পৌষালী উৎসব। আয়োজক কমিটির সম্পাদক শেখ নুরুল আলম (সাহেব) জানিয়েছেন, পৌষালী উৎসব ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে। ১৭ থেকে ২১ জানুয়ারী এই উৎসব চলবে দুপুর ২টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত।

বিজ্ঞাপন

১৭ জানুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন বাংলার বিশিষ্ট চলচিত্র অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি মিউজিক্যাল ট্রুপ। উৎসবের প্রতিদিন দর্শকদের মনোরঞ্জনের জন্য বাংলা সিনেমা ও সিরিয়ালের খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতির পাশপাশি প্রতিদিনই উৎসব মঞ্চে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্থানীয়, জেলা ও রাজ্য স্তরের (কোলকাতা) স্বনামধন্য শিল্পীরা। 

নুরুল আলম জানিয়েছেন, ‘ আমরা সারা বছর এলাকার মানুষের পাশে থেকে কাজ করি। সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তার বিষয়গুলো মাথায় রেখে উৎসব কমিটির পক্ষ থেকে প্রতিবছর নতুন কিছু পরিষেবা আরম্ভ করা হয়। ইতিমধ্যেই আমরা অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি পরিষেবা চালু করেছি। এবছর কমিটির পক্ষ থেকে শুরু করা হচ্ছে শবদেহ সংরক্ষণের জন্য পরিকাঠামো।

এছাড়াও সারাবছর দুস্থ ও অভাবী ছাত্র ছাত্রীদের পড়াশুনা চালিয়ে নিয়ে যাবার জন্য শহরের দুটি সমাজসেবা মূলক সংস্থার হাতে তুলে দেওয়া হবে অর্থ সাহায্য। যাতে এই সংস্থাগুলো এই সমস্ত পড়ুয়াদের প্রয়োজন মতো সারাবছর পঠন সামগ্রী সরবরাহ করে সাহায্য করতে পারে। এছাড়াও, প্রতিবছরের মতো এবছরেও দশটি হুইল চেয়ার প্রদান করা হবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের। উৎসব মঞ্চ থেকে এলাকার কৃতি ও মেধাবী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান, অংকন প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা, কুইজ সহ নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এখন এক ঝলকে দেখে নেওয়া যাক, পৌষালী উৎসব – ২০২৪ এর মঞ্চ মাতাতে কবে, কোন শিল্পীরা আসছেন – ১৮ জানুয়ারী – রুকমা রায়, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী, কিরণমালা সিরিয়াল খ্যাত। এদিনই আসছেন, ঈপ্সিতা মুখার্জি ( চোখের তারা তুই, কেয়া পাতার নৌকা, সুবর্নলতা সিরিয়াল খ্যাত) ও  শ্রীতমা ভট্টাচার্য্য ( ঝিলিক (মা) সিরিয়াল খ্যাত)। 

See also  'আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর' মহালয়ার কাহিনী ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

১৯ জানুয়ারী –  বিশিষ্ট অভিনেতা সোহম চক্রবর্ত্তী ও মিউজিক্যাল ট্রুপ।

২০ জানুয়ারী – বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্ত্তী ও মিউজিক্যাল ট্রুপ।

২১ জানুয়ারী – বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী (কলকাতা ও মুম্বাই) পূজা ব্যানার্জি বোস ও মিউজিক্যাল ট্রুপ। প্রবেশ অবাধ।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---