কাঞ্চন উৎসব ২৪’ এর কারা মঞ্চ কাঁপাতে আসছেন, দেখে নিন এক ঝলক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: তারকাখচিত বর্ধমানের অন্যতম উৎসব ‘কাঞ্চন উৎসব – ২০২৪’ শুরু হবে ইংরেজি নতুন বছরের ২০জানুয়ারি। চলবে ২৮জানুয়ারি পর্যন্ত। উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, ‘১৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে কাঞ্চন উৎসব। এবারের উৎসবের থিম ভাবা হয়েছে “শিল্পকলা : মানবতার আর এক নাম”।

বিজ্ঞাপন

২০শে জানুয়ারী উৎসবের আলোকিত সূচনায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন দক্ষিণী তারকা শিল্পী প্রভু দেবা। প্রতিদিন দর্শকদের জন্য থাকবে মন মাতানো সব অনুষ্ঠান, যেমনটা থাকে অন্যান্য বারেও। প্রতিদিন উৎসবের মঞ্চে উপস্থিত থাকবেন স্বনামধন্য শিল্পীরা। এছাড়াও বর্ধমানের স্থানীয় বিভিন্ন শিল্পীদের জন্য প্রতিদিন থাকবে একাধিক অনুষ্ঠান। থাকবে নানান রতিযোগিতার আয়োজন। উৎসবের শেষদিন অর্থাৎ ২৮শে জানুয়ারী (রবিবার), রাত্রি ৮টায় সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান ও সাড়ে ৮টায় আতসবাজী প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।

এক ঝলকে দেখে নিন কবে কোন শিল্পী কাঞ্চন উৎসবের মঞ্চ মাতাতে আসছেন –

২১শে জানুয়ারি (রবিবার), অতিথি শিল্পী- সুরেশ ওয়াদকর। ২২শে জানুয়ারী (সোমবার), অতিথি শিল্পী ঋষি সিং ও বিদীপ্তা চক্রবর্ত্তী। ২৩শে জানুয়ারী (মঙ্গলবার), অতিথি শিল্পী নীতি মোহন। ২৪শে জানুয়ারী (বুধবার), অতিথি শিল্পী বিশাল মিশ্র। ২৫শে জানুয়ারী (বৃহস্পতিবার), অতিথি শিল্পী সাচেত পরম্পরা। ২৬শে জানুয়ারী (শুক্রবার), অতিথি শিল্পী চঞ্চল চৌধুরী (বাংলাদেশ)। ২৭শে জানুয়ারী (শনিবার), অতিথি শিল্পী খেসারিলাল যাদব।

আরো পড়ুন