পরিবেশ

বর্ধমানে জংলী খরগোশ উদ্ধার

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের কাঞ্চননগর এলাকার ক্যানেল পাড় থেকে উদ্ধার করা হলো একটি জংলী খরগোশ (black naped hare) কে। বর্ধমানের পশুপ্রেমী সংস্থা অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি র সদস্য অর্ণব দাস জানিয়েছেন, গতকাল তাদের কাছে খবর আসে একটি জংলী খরগোশ আহত অবস্থায় দেখতে পেয়েছে এলাকাবাসী। এরপর তারা এলাকায় পৌঁছে সেটিকে উদ্ধার করে। অর্ণব জানিয়েছেন, একসময় এই ধরনের খরগোশ এই এলাকায় দেখাই যেতো না, কিন্তু গত কয়েকবছর ধরে দামোদরের ধারে ঝোঁপ, জঙ্গলে এই প্রজাতির খরগোশ মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে।

এটা পরিবেশের এবং বাস্তুতন্ত্রের পক্ষে ভালো দিক। গতবছর অক্টোবর মাসে এই প্রজাতির একটি পুরুষ খরগোশ কে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এর আগে ২০১০সালে এই ধরনের জংলী খরগোশ কে এলাকায় দেখা গিয়েছিল। এরা সাধারণত খুব ভীতু প্রকৃতির স্বভাবের হয়। ঝোঁপ জঙ্গলের মধ্যে গর্ত করে থাকে। সম্ভবত কুকুরের তারা খেয়ে বাচ্চা মেয়ে খরগোশ টি পায়ে চোট পেয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিছুদিন চিকিৎসা করার পর ফের খরগোশ টিকে ওই এলাকাতেই ছেড়ে দেওয়া হবে।