ক্রাইম

জঙ্গল থেকে নিখোঁজ যুবকের জখম দেহ উদ্ধার বর্ধমানে, পরে মৃত্যু, তদন্তে পুলিশ

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকার সায়েরপাড় ঢাল এলাকার একটি বালি ঘাটের কাছে জঙ্গল থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হলো এক অচৈতন্য যুবককে। জীবিত অবস্থায় পুলিশ যুবককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কয়েকঘন্টা মধ্যেই মৃত্যু হলো যুবকের। যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনায় রহস্য তৈরি হয়েছে এলাকায়। মৃতের নাম গৌরাঙ্গ মন্ডল(৩৯)। তার বাড়ি বর্ধমান থানার কাঞ্চননগর এলাকার ফকিরপুরে। স্থানীয়দের অনেকে সন্দেহ প্রকাশ করেছে, যুবককে খুন করা হয়ে থাকতে পারে। 

মৃতের দাদা শ্যাম মন্ডল জানিয়েছেন, কালীপুজোর রাত থেকে নিখোঁজ ছিল তার ভাই। শুক্রবার স্থানীয় মানুষ জঙ্গলের মধ্যে একটি দেহ পরে থাকতে দেখে বর্ধমান থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শনিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ সঠিকভাবে জানতে পারা যাবে।  

তবে কিভাবে এই ঘটনা ঘটল সেই বিষয় নিয়ে পরিবারের লোকজন সঠিক কিছু জানাতে পারেননি। যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।ঘটনার তদন্তে নেমে পুলিশ স্থানীয় ইদিলপুর ও ফকিরপুরের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কালীপুজোর রাতে চার বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল গৌরাঙ্গ মন্ডল। তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে। শুক্রবার সকালে পুলিশ একটি দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ছবি – ফাইল