জেলা

বর্ষা শুরু হতেই বিষধরের আতঙ্ক বাড়ছে গ্রাম থেকে শহরে

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ষা শুরু হতেই আতঙ্ক বাড়ছে শহর থেকে গ্রামগঞ্জে। রাতের দিকে তো বটেই, দিনেও অনেক সময় এক্কেবারে বসত বাড়িতেই দেখা মিলছে মূর্তিমান বিষধরদের। যদিও বনদপ্তর সূত্রে জানা গেছে, ইদানিং বিষধর সাপের দেখা কেবল যে বর্ষা কালেই পাওয়া যায় এমন আর হয়না, বরং সারা বছর ধরেই প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে গড়ে এক দুটি বিষধর সাপ ধরে নিয়ে আসছেন দপ্তরের উদ্ধারকারী দলের সদস্যরা।

সেইসব সাপেদের মধ্যে বেশিরভাগই গোখরো, চন্দ্রবোড়া, কেউটে র মতো বিষধর সাপ রয়েছে। বন দপ্তর সুত্রে জানা গেছে, সম্প্রতি প্রখর গ্রীষ্মেও গত মাসে উদ্ধারকারী দলের সদস্যরা প্রায় ৫০টি বিষধর সাপ উদ্ধার করে নিয়ে এসেছেন। তাদের বেশিরভাগই বর্ধমান শহর ও সংলগ্ন এলাকা থেকে। উদ্ধারকারী দলের সদস্য বাপন বৈরাগ্য জানিয়েছেন, আজকাল সাপ বেরোনোর খবর সারা বছরই বন দপ্তরে আসতে থাকে। আগে বর্ষা কালেই সাপের উপদ্রব বেশি হতো। কারণ বর্ষার জল গর্তে ঢুকে গেলে সাপ বেরিয়ে আসতো। কিন্তু আজকাল তীব্র গ্রীষ্মেও গোখরো, কেউটে, চন্দ্রবোড়ার মতো সাপ বসত বাড়িতে বেরোনোর খবর পাচ্ছি আমরা।

তবে মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছেন। সাপকে না মেরে বনদপ্তরে খবর দিয়ে দিচ্ছেন তাঁরা। ফলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে আসতে পারছি। পাশাপাশি বাড়িতে বা আশপাশের এলাকায় যাতে সাপের উপদ্রব না থাকে তার জন্য বন দপ্তরের যেসমস্ত সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে সেগুলোও আমরা স্থানীয় মানুষকে জানিয়ে দিয়ে আসি। রাতে ঘরের বাইরে বেরোলে হাতে টর্চ রাখতে হবে, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে উগ্র গন্ধ যুক্ত কীটনাশক ছড়িয়ে দিতে হবে। একজায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা সরিয়ে পরিষ্কার করতে হবে ইত্যাদি নানান সতর্কতা মূলক বার্তা সাধারণ মানুষকে আমরা জানিয়ে আসি। 

Recent Posts