এম কৃষ্ণা, বর্ধমান: বর্ধমানের সিনেমা প্রেমীদের জন্য সুখবর। বর্ধমান চলচিত্র চর্চ্চাকেন্দ্রের উদ্যোগে ও ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া (পূর্বাঞ্চল) এর সহযোগিতায় শুরু হচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর বর্ধামানের সংস্কৃতি লোকমঞ্চ এবং টাউন হলে দেখানো হবে মোট ছ’টি সিনেমা। থাকছে বাংলাদেশ, পর্তুগাল, শ্রীলঙ্কা, ইজীপ্ট, ইরান ও ভারতের মালয়ালম ভাষার একটি সিনেমা ৷
আগামীকাল এই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রখ্যাত পরিচালক আবু সঈদ। বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত থাকছেন বাংলাদেশের অভিনেত্রী জয়তীকা জ্যোতি। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন এফএফএসআই এর সহ সভাপতি প্রেমেন্দ্র মজুমদার। বর্ধমান চলচ্চিত্র চর্চ্চাকেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ বলেন,” আমাদের সংগঠননের পক্ষ থেকে সারা বছরই ছবি প্রদর্শনের আয়োজন করে থাকি ৷ সিনেমাকে যারা ভালোবাসেন তারা একটি সিজিন টিকিটের মাধ্যমেই ছ’টি দেশ, বিদেশের ছবি দেখার সুযোগ পাবেন৷ সংস্কৃতি লোকমঞ্চ থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা ৷