সংস্কৃতি

বর্ধমান উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ে রবীন্দ্র স্মরণ, প্রদর্শিত হল অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক তথ্যচিত্র

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মহর্ষিদের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান শুধুমাত্র জন্মদিনেই সীমাবদ্ধ থাকে না। বরং কোন সময় সারা মাস ধরে কিংবা বছরভরও নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়। তেমনই সম্প্রতি পালিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী। তবু গোটা বৈশাখ মাস জুড়েই বিভিন্ন জায়গায় কবিগুরুর স্মরণে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা। আর তারই রেশ ধরে মঙ্গলবার বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় এর উদ্যোগে আয়োজন করা হল অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা সভার। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অধ্যাপিকা ড. সবুজ কলি সেন।

এদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে ‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক এক মনোগ্রাহী তথ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানটির আয়োজন করা হয় কলেজের অডিটরিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে অধ্যাপিকা সবুজ কলি সেন ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় প্রিন্সিপাল বাণীব্রত গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপিকা সঙ্গীতা মজুমদার, অধ্যাপক ঋষিগোপাল মন্ডল সহ কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাগন।

প্রিন্সিপাল বাণীব্রত গোস্বামী বলেন, আজ আমাদের অচেনা রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপিকা ডক্টর সবুজ কলি সেন। তার উপস্থিতিতে আমাদের এই কলেজ ধন্য। আমাদের ছাত্র-ছাত্রীরা আজ রবীন্দ্রনাথকে এক অন্যরূপে চিনতে পারবেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত দেশনায়কদের যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন। অধ্যক্ষ গোস্বামী এদিন সুরেলা কণ্ঠে একটি গানও পরিবেশন করেন।

এদিনের অনুষ্ঠানে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে ‘অচেনা রবীন্দ্রনাথ’ শীর্ষক এক মনোগ্রাহী তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রের পরিচালক অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল বলেন, ১৯১১ সালে কলকাতায় কংগ্রেসের ২৬ তম অধিবেশনে রবীন্দ্রগান নিয়ে তৎকালীন একটি সংবাদমাধ্যমে কিভাবে তথ্য বিকৃতি হয়েছিল তা নিয়েই তথ্যচিত্রে আলোকপাত করা হয়েছে।