---Advertisement---

পুকুরে পড়ে থাকা নারকেল আনতে পুকুরে নেমে জলে ডুবে মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নিজের পুকুরে পড়ে থাকা নারকেল পুকুরের জল থেকে তুলে আনতে জলে নেমে আনতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম হরপ্রসাদ হাজরা (৬৭)। বাড়ি শক্তিগড় থানার চাকুন্দি গ্রামে। মৃতের ভাগ্নে অর্নিবাণ দে জানিয়েছেন, শুক্রবার দুপুরে হরপ্রসাদবাবু একটি গামছা পড়ে বাড়ি সংলগ্ন পুকুরে যান। 

বিজ্ঞাপন
পুকুরে একটি নারকেল ভাসতে দেখে তা আনতে পুকুরে নামেন। কিন্তু তারপর তার আর কোনো খোঁজ মেলেনি। পুকুরে তন্নতন্ন করে খোঁজা হয়। না মেলায় শনিবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের দুজন ডুবুরিকে নামানো হয়। এরপরই উদ্ধার হয় তার দেহ। হরপ্রসাদবাবু ইছাপুর গান ফ্যাক্টরির অবসর প্রাপ্ত কর্মী ছিলেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
See also  স্নান করতে নেমে পুকুরে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---