---Advertisement---

বর্ধমানে গোডাউনে আগুন, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: বৃহস্পতিবার বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় একটি অব্যবহৃত গোডাউনে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় মানুষ দমকলে খবর দিলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আলমগঞ্জ পুলিশ ফাঁড়ির পিছনে একটি গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। এলাকা ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে। গোডাউনের আশপাশে বসতবাড়ি ও অন্যান্য  মিল থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। 

ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও গোডাউনে ভিতর কয়েকটি কুঁড়োর বস্তা ছাড়া বিশেষ কিছুই ছিলনা বলে জানা গেছে। দমকল সূত্রে জানা গেছে, এই গোডাউন টি দীর্ঘদিন ব্যবহার হতো না। তবে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
See also  আসামী নিয়ে আদালতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, আহত এক পুলিশকর্মী সহ পথচারী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---