পশ্চিমবঙ্গ

বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, আতঙ্ক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খুলতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের ভাঙ্গাকুঠি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। দিনের ব্যস্ত সময়ে জনবহুল জিটি রোডের ধারে দোতলা বিল্ডিংএর এক তলায় এই আগুন লাগে। এই বিল্ডিংয়ের দোতলায় রয়েছে আরো একটি ব্যাঙ্কের শাখা। এমনকি বিল্ডিংএর নিচে রয়েছে চার পাঁচটি দোকান। স্বাভাবিকভাবেই আগুন লাগার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে তার ঢিল ছোড়া দুরত্বেই রয়েছিস সদর অগ্নিনির্বাপক কেন্দ্র। ফলে আগুন লাগার প্রায় সাথে সাথেই একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। পরে আরো দুটি ইঞ্জিন এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিটি রোডের দিকে ব্যাঙ্কের একটি শীত তাপ নিয়ন্ত্রিত মেশিনের পাশ থেকে অনর্গল ধোঁয়া বেরিয়ে আসতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সাধারণ মানুষ। ব্যাঙ্কের কর্মীরা উপর থেকে নিচে নেমে আসেন। বন্ধ করে দেওয়া হয় সব দোকান। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা। প্রত্যক্ষদর্শী দের অনেকে জানিয়েছেন, প্রচণ্ড গরমে এ সি মেশিন থেকে আগুন লেগে থাকতে পারে। যদিও সর্ট সার্কিটের সম্ভাবনার কথাও জানিয়েছেন অনেকে। তবে আগুন লাগার সঠিক কারণ সম্মন্ধে দমকল দপ্তর এখনি কিছু জানায়নি। 
Advertisement