ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খুলতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের ভাঙ্গাকুঠি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। দিনের ব্যস্ত সময়ে জনবহুল জিটি রোডের ধারে দোতলা বিল্ডিংএর এক তলায় এই আগুন লাগে। এই বিল্ডিংয়ের দোতলায় রয়েছে আরো একটি ব্যাঙ্কের শাখা। এমনকি বিল্ডিংএর নিচে রয়েছে চার পাঁচটি দোকান। স্বাভাবিকভাবেই আগুন লাগার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে তার ঢিল ছোড়া দুরত্বেই রয়েছিস সদর অগ্নিনির্বাপক কেন্দ্র। ফলে আগুন লাগার প্রায় সাথে সাথেই একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। পরে আরো দুটি ইঞ্জিন এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে।
