---Advertisement---

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউএসজি করতে আসা এক রোগীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। ওই রোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দিব্যেন্দু বাগ নামে হাসপাতালের এক কর্মী কে গ্রেফতার করেছে। ধৃত কে শনিবার বর্ধমান আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পেটের সমস্যা নিয়ে হাসপাতালেই চিকিৎসা করাচ্ছিলেন কয়েকদিন ধরে। কর্তব্যরত চিকিৎসক তাকে ইউএসজি করার পরামর্শ দিলে শুক্রবার বিকেলে তিনি আসেন ইউএসজি করার জন্য। অভিযোগ সেই সময় দিব্যেন্দু বাগ নামে ওই কর্মী ইউএসজি করার সময় তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এর পরেই হাসপাতালে পুলিশ ক্যাম্পে ওই মহিলা অভিযোগ জানালে পুলিশ দিব্যেন্দু কে গ্রেফতার করে। শনিবার ধৃত কে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ।

See also  ভয়াবহ দুর্ঘটনা, মৃত এক শিশু, গ্রিন করিডোর করে কলকাতা নিয়ে যাওয়া হল আরেক শিশুকে, আটক চালক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---