---Advertisement---

স্নান করতে নেমে পুকুরে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। আর তার আগে বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাতার থানার বামুনারা পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামে। মৃত ছাত্রের নাম রাজীব সাঁতরা (১৭)। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ পাড়ারই কয়েকজন বন্ধুকে নিয়ে আমপুকুর বলে একটি পুকুরে স্নান করতে নামে। পরিবারের লোকেরাই জানিয়েছেন ভালো সাঁতার জানতোনা রাজীব। এদিন বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে পুকুরের অনেকটাই গভীরে চলে গিয়ে তলিয়ে যায়। 

বিজ্ঞাপন
মর্মান্তিক এই ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন পেশায় রং মিস্ত্রি বাবা তরক সাঁতরা। একমাত্র সন্তান রাজীবের মায়ের অবস্থাও অবর্ণনীয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম যেন ভেঙে পড়ে পুকুরের ধারে। গ্রামের বেশ কিছু লোক জানতে পারার পরেই জলে নেমে খোঁজাখুজিও শুরু করেন। পরে ব্লক ও পুলিশের উদ্যোগে নিয়ে আসা হয় প্রশিক্ষিত ডুবুরি। যদিও সন্ধ্যা পর্যন্ত দেহ উদ্ধার হয়নি বলেই খবর। বিডিও অরুণ বিশ্বাস বলেন, ‘খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। পুকুরে ডুবুরি নামানো হয়েছে রাজীবের খোঁজে। পরিস্থিতির দিকেও আমরা নজর রাখছি।’
See also  সন্তান সম্ভবা স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে পথ দুর্ঘটনায় প্রথম সন্তানের মৃত্যু, শোক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---