অবৈধভাবে আটা পাচারের সময় রায়না থানার পুলিশের হাতে আটক গাড়ি, গ্রেপ্তার দুই চালক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়লো বিপুল পরিমাণ আটা। আটা বোঝাই গাড়ি সহ দুজন ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বর্ধমান-জামালপুর রাজ্য সড়কে রায়না থানা এলাকায় আটা বোঝাই দুটি গাড়ি আটক করেছে পুলিশ। দুটি গাড়িতে মোট ৮০ বস্তা আটা উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

এদিন ওই এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। আটা বোঝাই ১ টি পিক আপ ভ্যান ও একটি মোটর ভ্যান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। পুলিশ গাড়ি দুটি আটকাতেই গাড়ির চালকরা পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ তাদের আটক করে। পুলিশ তাদের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে তারা কোনও কাগজ দেখতে পারেনি। দুজন চালককেই আটক করেছে পুলিশ।

ধৃতরা হল সেখ আসারুল। বাড়ি দক্ষিণপুল এলাকায়। অপরজন নেপাল পোদ্দার। বাড়ি বোরো বলরামপুর এলাকায়। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। এই বিপুল পরিমাণ আটা স্থানীয় এলাকাতেই পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। আটার বস্তা গুলি কথা থেকে নিয়ে এসে কোথায় পাচার করা হচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন