বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গত কয়েকমাস ধরে গোটা বিশ্বের সঙ্গে এই রাজ্যেও করোনা সংক্রমণ নিয়ে যখন আতংক ছেয়ে গেছে। তখন করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করেই জেলায় জেলায় আশা কর্মীরা করোনা রোগীদের সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিয়ে গেছেন। আর এবার এই আশা কর্মীদেরই তাঁদের কাজের স্বীকৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের আশা কর্মীদের তিনি বীরাঙ্গনা আশা বলে আখ্যাও দিয়েছেন। আর তারই অঙ্গ হিসাবে বুধবার বর্ধমান ২নং ব্লকের বড়শুল স্বাস্থ্যকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হল।
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে পশ্চিমবঙ্গ বঙ্গ জননী বাহিনীর সহিযোগিতায় সারা রাজ্যের ৫৫ হাজার আশা কর্মীর সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গে জেলার ৫৯২ টি উপ – স্বাস্থ্য কেন্দ্রের ৩৩৮৭জন আশা কর্মীকে কোভিড – ১৯ মোকাবিলায় তাদের সাহসী অবদানের জন্য বীরাঙ্গনা আশা হিসাবে সংবর্ধনা দেওয়া হল। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেব টুডু, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ ও সদস্যরা। বাগবুল ইসলাম জানিয়েছেন, এদিন আশা কর্মীদের হাতে একটি করে কীট তুলে দেওয়া হয়। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা শংসাপত্র, মাস্ক, সাবান, স্যানিটাইজার প্রভৃতি।