---Advertisement---

খুনের ঘটনার রেশ না কাটতেই গলসিতে উদ্ধার জার ভর্তি বোমা, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: গলসীর লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে রবিবার রাতে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর মাথায় কুড়ুল দিয়ে চুটিয়ে খুন করে দিয়েছিল। এই ঘটনার পরেরদিন মৃতের দেহ ময়নাতদন্তের পর গ্রামে আসতেই উত্তেজিত গ্রামবাসীদের ক্ষোভের তাণ্ডবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গ্রাম। খুনের ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যেই খুনিকে গলসি থানার পুলিশ গ্রেপ্তার করলেও পরেরদিন মৃতের দেহ গ্রামে আসতেই একের পর এক বাড়ি থেকে গাড়ি, খড়ের পালুইয়ে গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেওয়ার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সন্তোষপুর গ্রাম। 

বিজ্ঞাপন
আর সেই ঘটনার রেশ না কাটতেই গলসির সিমিসিমি থেকে মঙ্গলবার পুলিশ উদ্ধার করলো জার ভর্তি বোমা। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছে গলসী থানার পুলিশ মাঠের মধ্যে থাকা একটি প্লাস্টিকের জারের মধ্যে থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম স্কোয়াড কে। এদিন বোম স্কোয়াড টিম ও দমকল বিভাগের কর্মীরা বোমাগুলো নিয়ে গিয়ে দামোদরের চড়ে নিষ্ক্রিয় করে দেয়। কি ভাবে, কারা এলাকায় এই বোমাগুলো নিয়ে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।
See also  ফের বর্ধমানে জাতীয় সড়কে লাস্যময়ীদের টোপ দিয়ে ছিনতাই বাড়ছে, তদন্তে জেলা পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---