---Advertisement---

গলসি তে ফের বোমা উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গলসি ১ ব্লকের সুন্দলপুর গ্রামে। গ্রামের নাপিতবাগান পুকুরের পশ্চিম পাড়ে একটি ইট গাদা থেকে বৃহস্পতিবার সকালে ৮ টি  তাজা বোমা উদ্ধার করে গলসি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে একটি প্লাস্টিকের জারের ভিতরে বোমা গুলি রাখা রয়েছে। এলাকা ঘিরে রেখে বোম্ব স্কোয়াডে খবর দেয় পুলিশ। বোম্ব স্কোয়াডের আধিকারিকরা এসে উদ্ধার হওয়া বোমা গুলিকে নিস্ক্রীয় করে। 

বিজ্ঞাপন
গলসির সন্তোষপুরের ঘটনার পরে এমনিইতেই এলাকার মানুষের মধ্যে আতংক কাজ করছে। এদিনের বোমা উদ্ধারের  ঘটনার স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গলসি থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি জারে কয়েকটি বোমা রাখা আছে দেখতে পায়। এরপর জায়গাটি ঘিরে রেখে বোম্ব স্কোয়াড কে খবর দেওয়া হয়। এদিন সকালে বোম্ব স্কোয়াডের টিম এসে বোমা গুলোকে নিষ্ক্রিয় করে। এদিকে পঞ্চায়েত ভোটের আগে বারবার গলসির বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হতে থাকায় রাজনৈতিক চাপানতোর তৈরি হয়েছে ব্লক জুড়ে।
See also  ২৪ঘণ্টার মধ্যেই বাস থেকে যাত্রীর চুরি যাওয়া গহনা উদ্ধার করল মেমারি থানার পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---