ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: অবৈধ চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ ও আবগারি দপ্তর। গত ২৪ ঘণ্টায় মেমারি থানা এলাকার মন্ডলগ্রাম, ভৈটা, সাতগাছিয়া ও মেমারি টাউনের বেশ কয়েকটি জায়গায় যৌথ অভিযান চালিয়ে বেআইনি ভাবে চোলাই মদ তৈরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাশাপাশি চোলাই তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল সহ বিভিন্ন উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছে। ৪০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ চোলাই মদের কারবার বন্ধে এই ধরনের অভিযান লাগাতার চলবে।