ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কংগ্রেস নয়, বামপন্থীদের একক শ্লোগান – ফেরাতে হাল, ধরো লাল। কংগ্রেসের সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে নির্বাচনী জোট হলেও বামপন্থীরা নিজেদের ক্ষমতায় লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে খোদ বর্ধমান শহরকে কার্যত অচল করে নিজেদের ক্ষমতা যাচাই করতে আগামী ২ ফেব্রুয়ারী বর্ধমানে কেন্দ্রীয় সমাবেশ ডাকল সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা কমিটি। রবিবার বর্ধমানের পার্কাস রোডে সিপিএমের জেলা অফিসে সাংবাদিক বৈঠক করলেন সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অমল হালদার, জেলা কৃষকসভার সম্পাদক সৈয়দ হোসেন এবং জেলা কমিটির সদস্য তাপস সরকার।
অচিন্ত্যবাবু জানিয়েছেন, এটা নির্বাচনী তহবিল সংগ্রহ অভিযান নয়। নির্বাচনী তহবিল সংগ্রহের অভিযান তাঁরা পরে করবেন। এই অর্থ সংগ্রহ করা হয়েছে লাগাতার আন্দোলন চালিয়ে যাবার স্বার্থেই। উল্লেখ্য, গত বিধানসভা ভোটের মতই এবারও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট করেছে বামেরা। এদিন অচিন্ত্যবাবু জানিয়েছেন, ২ ফেব্রুয়ারী যে সমাবেশের ডাক তাঁরা দিয়েছেন তা কার্যতই নির্বাচনী সমাবেশ। কিন্তু এই সমাবেশে ডাক পাননি কোনো কংগ্রেস নেতাই। কিন্তু কেন? অচিন্ত্যবাবু জানিয়েছেন, বামেদের একক ক্ষমতা যাচাইয়ের লক্ষ্য নিয়েই এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট হলেও এব্যাপারে তাঁরা কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা করেননি।