ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন দূষ্কৃতি কে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম সোহেল কাজি, শেখ হানিফ, হায়দার আলি মল্লিক। এরা সকলেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার পুলিশ বর্ধমান আদালতে পেশ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বর্ধমান থানার পুলিশ বর্ধমান-তালিত রোডের গ্যাস গোডাউনের কাছ থেকে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্য জোড়ো হওয়া তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতেদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে নেয় তারা এই রাস্তায় চুরি ও ডাকাতির কাজে যুক্ত। এদের বিরুদ্ধে জেলার অন্যান্য থানায় ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানাগেছে।