তৃণমূলের পুর প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে আজ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: রাজ্যের ১০৮টি পুরসভার ৩ হাজার জন তৃণমূলের প্রার্থীর তালিকা প্রকাশ হচ্ছে আজ। এবার পুর নির্বাচনে কোনো বিধায়ক টিকিট পাচ্ছেন না। এমনকি একই পরিবারের একাধিক ব্যক্তি কেও এবার নির্বাচনে লড়ার টিকিট দিচ্ছে না দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, নবীন প্রবীণ দের সমন্বয়ে এবার গোটা রাজ্যের ১০৮টি পুরসভার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন
পাশপাশি নতুন মুখের প্রাধান্য বেশি রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়। এদিকে যত সময় গড়াচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় তৃণমূলের অন্দরে উদ্বিগ্নতা বাড়ছে। তৃণমূলের দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েব সাইটে আপলোড করা হবে সব তালিকা। পাশপাশি প্রত্যেক জেলার দলের জেলা সভাপতিদের কাছে পৌঁছে যাবে এই তালিকা। আর তারপরই জেলা সভাপতি সেই জেলার সবকটি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করবেন। তবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই তৃণমূলের পুর প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছেই বলে দলীয় সূত্রে জানা গেছে। 

আরো পড়ুন