পূর্ব বর্ধমানের গ্রাম সম্পদ কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কীটস

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গোটা জেলা জুড়ে গ্রামীণ এলাকায় কর্মরত ভিসিটি বা গ্রাম সম্পদ কর্মীদের শারীরিক নিরাপত্তা দিতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। শুত্রুবার অর্থাৎ আজ জেলা পরিষদের অঙ্গীকার হলে জেলার ২৩টি পঞ্চায়েত সমিতির হাতে পঞ্চায়েত ভিত্তিক ৬জন এই কর্মীদের জন্য দেওয়া হচ্ছে এ্যাপ্রোন, টুপি, গ্লাভস, গামবুট প্রভৃতি। 
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, গোটা জেলায় মোট ১২৯০ জন সম্পদ কর্মী রয়েছেন। এঁরা করোনা, ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগ সম্পর্কে সচেতনতা মূলক কাজকর্মের পাশাপাশি সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজেও নিয়োজিত। 
আর তাই তাঁদের শাররিক নিরাপত্তা দিতেই এই কীটস তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে। করোনার জেরে সমস্ত গ্রাম সম্পদ কর্মীর হাতে হাতে না দিয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির হাতে এই কীটস তুলে দেওয়া হচ্ছে।

আরো পড়ুন