ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্তমান প্রজন্মের যুব সমাজকে সঙ্গীত চর্চায় আরো বেশি আগ্রহী করে তুলতে এবং নতুন প্রতিভা কে খুঁজে বের করে আনতে উদ্যোগী হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তাঁরই পরিকল্পনায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার বর্ধমান শহরে বসছে সঙ্গীত মেলার আসর। হারিয়ে যাওয়া সঙ্গীত জগতের নক্ষত্রদের স্মৃতির উদ্দেশ্যে আগামী ২৪ থেকে ২৮জুন এই চারদিন ব্যাপী সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে আয়োজক বিধায়ক খোকন দাস বলেন,” এই মেলায় কোন প্রবেশ মূল্য থাকছে না। তবে সংস্কৃতি লোকমঞ্চের দর্শক আসন সংখ্যা যেহেতু সীমিত তাই দর্শকদের প্রবেশের জন্য পাস দেওয়া হবে। কার্জন গেটের কাছে বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে এই পাস সংগ্রহ করতে পারবেন দর্শকরা। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে এই সংগীত মেলা।”