ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ষাকালীন নদনদী থেকে বালি তোলা সম্পর্কিত সরকারি নির্দেশ অমান্য করে বালি তোলার কাজ চালিয়ে যাবার অভিযোগে পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিএলআরও-১ এর অধীন ইদিলপুর এলাকার দামোদর নদ থেকে ৬টি নৌকা এবং একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করলেন আধিকারিকরা।
বিজ্ঞাপন
যদিও ৬টি নৌকাকে বাজেয়াপ্ত করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভূমি দপ্তরের আধিকারিকরা হানা দেন ইদিলপুর এলাকায়। দেখা যায় নদীর বুকে নৌকায় নদী থেকে বালতি করে বালি তুলে তা নৌকায় মজুত করা হচ্ছে। আধিকারিকদের দেখেই পালিয়ে যায় লোকজন। পুলিশ এবং ভূমি দপ্তর ৬টি নৌকা সহ একটি বালি বোঝাই ট্রাকটরকে আটক করেছে। দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, অবৈধভাবে সরকারি নির্দেশ লঙ্ঘন করে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান লাগাতার চলবে।