---Advertisement---

বর্ধমানে ভেজাল স্যানটিজার বিক্রির বিরুদ্ধে অভিযান, আটক ৩০০লিটার স্যানিটাইজার, গ্রেফতার ৪

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: এবার স্যানিটাইজার নিয়েও কালোবাজারি ধরা পড়ল বর্ধমান পুলিশের জালে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের একাধিক জায়গায় অভিযান চালায়। শহরের কালিবাজার এলাকার প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে ২৫০লিটার ভেজাল স্যানিটাইজার উদ্ধার হয়েছে। পাশাপাশ শহরের অনিতা সিনেমা লেনে কল্যাণী মার্কেট সংলগ্ন এলাকা থেকে প্রায় আরো ৫০লিটার ভেজাল স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

এই ঘটনায় ৪জন স্যানিটাইজার বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। ড্রাগ ইন্সপেক্টর কৌশিক মাইতি বলেন, বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে এদিন বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় নকল স্যানিটাইজার বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। প্রায় ৩০০লিটার স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে। চারজন কে গ্রেফতার করা হয়েছে। তিনি জানিয়েছেন, কোনো ব্যাচ নং বা উৎপাদনের তারিখ এবং মেয়াদ উর্তিরণের তারিখ ছাড়াই এই সমস্ত স্যানিটাইজার বিক্রি হচ্ছিল। এই সমস্ত স্যানিটাইজার এর গুনগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। তবে জেলা জুড়ে নকল স্যাটাইজার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 
See also  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের একগুচ্ছ পরিকল্পনার বিষয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---