ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবিবার ভোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হল। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো এক মহিলা। যদিও পরে বেসরকারি হাসপাতালে তিনিও মারা যান। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার পর বর্ধমান থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। আহত মহিলাকে বাম বটতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।
