---Advertisement---

বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু, পরে মৃত্যু আরো এক আহতের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবিবার ভোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হল। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো এক মহিলা। যদিও পরে বেসরকারি হাসপাতালে তিনিও মারা যান। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার পর বর্ধমান থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। আহত মহিলাকে বাম বটতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।

বিজ্ঞাপন
মৃতদের নাম চম্পা রুইদাস(৪২), ঝর্ণা রুইদাস(৩৩), বিষটু রুইদাস(৫৫)। আহত ও পরে মৃত মহিলার নাম স্বতস্বতী সেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের সকলের বাড়ি স্থানীয় আলিশা দাস পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে বাঁকুড়ায় চাষের খেত মজুরের কাজে যাওয়ার জন্য বাস ধরতে জাতীয় সড়ক ধরে হেঁটে পাড় হচ্ছিলেন চারজন। সেই সময় একটি ডাম্পার দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
See also  বর্ধমানে দুই বন্ধুর মানবিক কীর্তি, নীরবে প্রতিদিন ৪০০ মানুষকে খাইয়ে চলছেন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---