---Advertisement---

বর্ধমানে মানুষের পাশবিক আচরণ, আটক দুই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মানুষের পাশবিক আচরণ। দেখা গেল খোদ বর্ধমান শহরে। মঙ্গলবার দুপুরে শহরের টিকরহাট মোড় এলাকায় দুটি মোটর ভুটভুটি তে করে এক ব্যক্তি ছ’টি গরুকে খুব খারাপ ভাবে নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষ গাড়ি দুটিকে আটক করে। 

বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা গেছে, গরুগুলোকে সেহারাবাজার থেকে বর্ধমানের গোদা র দিকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু ভুটভুটির সামান্য জায়গার মধ্যে যেভাবে ছ’টি গরুকে অসতর্ক ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তার ফলে রাস্তায় বিভিন্ন জায়গায় গরুগুলোর মুখে, মাথায় ধাক্কা লেগে রক্তপাত ঘটেছে। 
এই অবস্থায় টিকরহাট এলাকার মানুষ গরু সমেত গাড়ি দুটিকে আটক করে বর্ধমান থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুগুলোকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনাও সৃষ্টি হয়। পুলিশ দুটি গাড়ির চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশপাশি আহত গরুগুলোর চিকিৎসার ব্যবস্থা করেছে বর্ধমানের পশুপ্রেমী সংস্থা ভয়েস ফর ভয়েসলেস। 
See also  সমুদ্রগড় রেল স্টেশনে বোমাতঙ্ক! ঘটনাস্থলে রেল ও নাদোনঘাট থানার পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---