স্টেশনারি দোকানের আড়ালে মাদক তৈরীর উপকরণ বিক্রি, গ্রেপ্তার ১, উদ্ধার প্রচুর সামগ্রী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, জামালপুর: স্টেশনারি দোকানের আড়ালে চলছিল গোপনে মদ বিক্রি, এমনকি বিক্রি করা হচ্ছিল মাদক তৈরির বিভিন্ন সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জামালপুর থানার পুলিশ একজনকে ক্রেতা সাজিয়ে হিরণ্য গ্রামের সেই দোকানে পাঠানোর পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেয়। অভিযানে দোকান থেকে প্রচুর পরিমাণে মাদক তৈরীর সামগ্রী সহ মদ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দোকান থেকে মিলেছে প্রচুর সংখ্যায় প্যাকেট করা ইস্ট। এলসিআই ট্যাবলেট, লস্ট অফ ডেকো নামে মদ তৈরি করার ডাস্ট পাউডার।

বিজ্ঞাপন

এই ঘটনায় দোকান মালিক সমীর সাধুখাঁ কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত কে বুধবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগেই জামালপুর থানার পুলিশ জানতে পারে সমীর সাধুখাঁ তার দোকান থেকে মাদক তৈরীর বিভিন্ন ধরণের উপকরণ বিক্রী করে। এমনকি দোকানের পিছন দিক দিয়ে গোপনে মদও বিক্রি করে। এরপর হিরণ্য গ্রামের ভিতরে এই দোকানটি কে রেইকি করে দেখে নেয় পুলিশ। মঙ্গলবার একজন কে ক্রেতা সাজিয়ে রাতে আচমকাই দোকানে হানা দেয়।

অভিযানে উদ্ধার হয় ৩০লিটার মদ সহ মাদক তৈরির প্রচুর সামগ্রী। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ‘সোর্স মারফৎ হিরণ্য গ্রামের একটি দোকানে অবৈধভাবে মাদক তৈরির নানান জিনিস বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ অভিযান চালিয়ে দোকানদার কে গ্রেপ্তার করেছে। অবৈধ মদ ও মাদক তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। আমরা পরবর্তী তদন্তের জন্য কেসটি জেলা আবগারি দপ্তরের হাতে দেবার আবেদন জানিয়েছি।’ আদালত সূত্রে জানা গেছে, পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।

আরো পড়ুন