---Advertisement---

বর্ধমান মেডিকেল কলেজের ১৪৭জন ডাক্তার পাশ করলেন এমবিবিএস

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ থেকে এই প্রথম একযোগে ১৪৭ জন ডাক্তার হিসাবে স্বীকৃতি লাভ করলেন। আর এই উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘টুইলাইট-২০২০’ শীর্ষক নামে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা: অমিতাভ সাহা জানিয়েছেন, এই ব্যাচটি ছিল ২০১৪-২০১৫ সালের। শুক্রবার তাঁরা এমবিবিএস পাশ করলেন। এদের মধ্যে তাঁরা আশা করছেন প্রায় ৮০-৯০জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই হাউসস্টাফসিপ করবেন।

উল্লেখ্য, অমিতাভবাবু জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ প্রথম শুরু হয় ৫০জন ছাত্রছাত্রীকে নিয়ে। আস্তে আস্তে তা বাড়তে বাড়তে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আসন সংখ্যা ২০০তে পৌঁছেছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষা ডা.সুহিতা পাল, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. প্রবীর সেনগুপ্ত, ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা, ডা: কৌস্তভ নায়েক, ডা: দেবাশীষ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকগণ। এদিন ১৪৭ জন চিকিৎসকদের হাতে মোমেন্টো, সার্টিফিকেট, মেডেল প্রভৃতি তুলে দেওয়া হয়।

See also  প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, পূর্ব বর্ধমান জেলায় বাড়ানো হল লকডাউনের সীমানা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---