ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহর জুড়ে মাদক কারবারের রমরমায় নাভিশ্বাস উঠেছে ১৫ থেকে ২৫বছর বয়সী তরুণ তরুণীদের পরিবারের লোকজনের। রীতিমত এই বয়সের ছেলে মেয়েদের অত্যাচারে কার্যত জেরবার বাবা মায়েরা। আর উঠতি বয়সের এই ছেলে মেয়েদের স্বভাব বা আচরণ পরিবর্তনের মূল কারণই হয়ে দাঁড়িয়েছে মাদকাসক্ত হয়ে পরা। এমনি মত প্রকাশ করেছেন ভুক্তভুগী বহু অভিভাবক। অতি সহজে শহরের অলিগলিতে মাদক দ্রব্য পাওয়া যাওয়ায় স্কুল কলেজ পড়ুয়া এই ছেলে মেয়েরা আরো বেশি বেপরোয়া হয়ে পরেছে বলে অভিযোগ। বহু অভিভাবক জানিয়েছেন, প্রতিদিন ছেলে মেয়েদের নানান চাহিদা পূরণ করতে বেশির ভাগ পরিবারের আর্থিক অবস্থা দিনদিন শোচনীয় হয়ে পরছে। এমনকি তাদের চাহিদা পূরণ না হলে রীতিমত পরিবারের লোকের সঙ্গেই দুর্ব্যবহার এমনকি মারধর করতেও পিছপা হচ্ছে না এই তথাকথিত পড়ুয়া ছেলে মেয়েরা। শেষমেষ এই বিগড়ে যাওয়া ছেলে মেয়েদের ফের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এদের চিকিৎসার জন্য ভর্তি করতে হচ্ছে রিহ্যাবিলেটেশন সেন্টারে।