বালি খাদানে খুন! অভিযুক্ত পলাতক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: নদী থেকে বালি তোলার পর সেই বালি কে আগে ট্রাক্টরে বোঝাই করবে সেই নিয়ে দুপক্ষের গন্ডগোলের জেরে এক ট্রাক্টর চালককে খুন করে দেওয়ার অভিযোগ উঠল আরেক এক ট্রাক্টর চালকের বিরুদ্ধে। মৃতের নাম গোলাম মোর্তজা শেখ। অভিযুক্তের নাম সেন্টু শেখ। ঘটনাটি ঘটেছে কালনা থানার পুরাতন হাট গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পরই অভিযুক্ত সেন্টু শেখ নামে এক ট্রাক্টর চালক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন
জানা গেছে পুরাতন হাটের ভাগীরথী নদীর এই ঘাট থেকে দীর্ঘদিন ধরে বৈধভাবেই বালি তোলা হয়। সোমবার গভীর রাতে ট্রাক্টরে বালি বোঝাই করা কে কেন্দ্র করে দু দলের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাতাতি ও মারামারি শুরু হয়ে যায়। সেই সময় সেন্টু শেখ নামে এক ট্রাক্টর চালক গোলাম মোর্তজা শেখ কে বেধড়ক পেটাতে শুরু করে। মৃতের বাবা আবুল মাঝি শেখ, দাদা মেহবুব আলম শেখ, এবং ট্রাক্টর মালিক মফিজুল শেখ জানিয়েছেন, বেপরোয়া মারের ফলেই ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মোর্তজা শেখের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর যায় কালনা থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় অভিযুক্তরা পলাতক।

আরো পড়ুন