---Advertisement---

ভাতারে খাঁচাবন্দি বাঘরোল উদ্ধার, বনদপ্তরের কোপে এলাকাবাসী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: আদিবাসীদের পাতা ফাঁদে আটকে পড়লো বাঘরোল (Fishing Cat)। এই ঘটনায় বনদপ্তরের কোপে পড়েছে ভাতার থানার এড়াচিয়া গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দারা। যদিও বাঘরোল উদ্ধারে গিয়ে বনদপ্তরের কর্মীরা এই অনৈতিক কাজের সঙ্গে কারা যুক্ত সে বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী মুখে কুলুপ এঁটেছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, বনদপ্তরের অনুমতি ছাড়া কোনো বন্যপ্রাণীকে খাঁচাবন্দি করা বা ধরা সম্পূর্ণ অবৈধ, দণ্ডনীয় অপরাধ। তাসত্বেও কে বা কারা গ্রামের ধারে বাঁধের পাশে রীতিমত লোহার খাঁচায় মুরগির টোপ দিয়ে বাঘরোল ধরার পরিকল্পনা করেছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বনদপ্তর।

বিজ্ঞাপন

বনদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার এড়াচিয়া আদিবাসী পাড়ার কয়েকজন সকালে সৌচকর্ম করতে গিয়ে খাঁচার মধ্যে একটি বাঘের মতো জন্তু আটকে থাকতে দেখতে পায়। এই খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। প্রচুর মানুষ ভিড় জমায় সেই জন্তুটিকে দেখার জন্য। খবর দেওয়া হয় বর্ধমানে বনদপ্তরে। বনদপ্তরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে খাঁচা সহ বাঘরোল টিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গেছে, এই ধরণের খাঁচা বানানো ও বন্যপ্রাণী শিকার করা দন্ডনীয় অপরাধ। এই ঘটনাটি কে বা কারা করেছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

See also  ন্যাশনাল সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে খেলার যোগ্যতা অর্জন করলো বর্ধমানের সাকিব ও আয়ুশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---