ভাতারে দুটি পাহাড়ি চন্দ্রবোড়া সাপ উদ্ধার, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: কলেজের পাঁচিল ঘেরার কাজ করার সময় হঠাৎই বেরিয়ে এলো দুই বিষধর। প্রথমে আতঙ্ক ছড়িয়ে পরলেও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মূর্তিমান দুই বিষধরকে দ্রুত বস্তা বন্দি করে ফেলেন কর্মরত শ্রমিকরা। রবিবার সকালে এই ঘটনায় ভাতারের আলিনগর বি এড কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 
জানা গেছে, এদিন সকালে কলেজের সীমানা পাঁচিল দিয়ে ঘেরার জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আর সেই সময় হঠাৎই মাটির তলা থেকে বেরিয়ে আসে দুটি চন্দ্রবোড়া সাপ। প্রথমে সাপ দুটির সঙ্গে কি করা যেতে পারে সেই ভেবে বিপাকে পড়েন শ্রমিকরা। কিছুক্ষনের মধ্যে সাপ দেখতে জড়ো হয়ে যান আশপাশের উৎসাহী আরও কিছু মানুষ। কিন্তু এরই ফাঁকে দেরি না করে একটি লাঠি দিয়ে সাপ দুটিকে টিপে ধরে বস্তা বন্দি করে ফেলেন শ্রমিকরাই।   
স্থানীয় বাসিন্দা শেখ মনোয়ার হোসেন জানান, যথেষ্ট বিষধর সাপ এই চন্দ্রবোড়া। তবু পরিবেশের ভারসাম্যের কথা ভেবে সাপ দুটির কোন ক্ষতি না করে যাতে বনদপ্তরের হাতে তুলে দেওয়া যায় তাই সাপ দুটিকে ধরে রেখে খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় সাপ দুটিকে।

আরো পড়ুন