---Advertisement---

বেপরোয়া লরি পিষে দিলো বাইক আরোহীকে, আশঙ্কাজনক আরো এক, তীব্র ক্ষোভ রায়নায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহী যুবকের। দুর্ঘটনায় গুরুতর জখম আরো এক যুবক কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বর্ধমান আরামবাগ রাস্তায় রায়না থানার মোগলমারী এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটর সাইকেল নিয়ে এদিন সকালে দুই যুবক মোগলমারী আসছিল কাজে। সেই সময় বর্ধমান থেকে আরামবাগ মুখী একটি লরি বেপরোয়া ভাবে সরাসরি ধাক্কা মারে মোটর সাইকেল টিতে। দুর্ঘটনার সাথে সাথেই মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম মুকান্দর শাহ। অন্য মোটরসাইকেল আরোহী কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার পরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বারবার দুর্ঘটনায় মৃত্যুর কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষজন। কার্যত প্রশাসনিক নজরদারির গাফিলতির কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে বলে অভিযোগ জানায় স্থানীয় মানুষ।

অভিযোগ, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য ঠিকাদার সংস্থা রাস্তার দুপাশ খুঁড়ে গর্ত করে রাখার জন্যই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। মরণফাঁদ তৈরি হয়েছে বলে অভিযোগ। কয়েকদিন আগেও বুঝতে না পেরে মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফলে বারবার দুর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষের প্রাণ চলে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

এদিন দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানা ও সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। পূর্ত বিভাগের কাজের গড়িমসির জন্য এই মৃত্যু বলে সরব হয়েছেন স্থানীয়রা । ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন তারা। রাস্তা সম্প্রসারণের নামে এই মরণফাঁদ তৈরি করার প্রতিবাদে সরব হয়েছেন সমগ্র দক্ষিণ দামোদর এলাকার মানুষ। ‌‌

See also  শুরু হল বর্ধমানে নবান্ন উৎসব
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---