ভেসেলে উঠতে গিয়ে ব্রেক ফেল করে ভাগীরথী তে তলিয়ে গেল বালির লরি, উদ্ধার চালক,খালাসী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: ব্রেক ফেল হয়ে বালি বোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল। ফেরি ঘাট কর্মীদের তৎপরতায় জল থেকে উদ্ধার করা হল লরির চালক ও খালাসী কে। এমনি গা শিউরে যাওয়ার মতো ঘটনা ধরা পড়লো ভাগীরথীর কালনা ঘাটের সিসি টিভি ক্যামেরায়। সোমবার সাত সকালে আকস্মিক এই ঘটনায় আলোড়ন পড়ে যায়। কিছুক্ষণের জন্যে বন্ধ হয়ে যায় নদী পারাপার। ঘটনার খবর পেয়েই ছুটে আসে কালনা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। চালক শাহবার হোসেন মন্ডল ও খালাসীকে নদী থেকে উদ্ধারের পর পুলিশ আটক করে নিয়ে যায় থানায়। 

বিজ্ঞাপন
জানা গেছে আসানসোল থেকে নদীয়ার চাকদহ বালি নিয়ে যাওয়ার পথে ভাগীরথী নদী পেরোতে কালনা ঘাট পারাপারের জন্যে আসে বালি বোঝাই লরিটি। ঘাট থেকে ভেসেলে তুলতে গেলে ব্রেক ফেল হয়ে বালি বোঝাই গাড়িটি হুড়মুড়িয়ে ভাগীরথী নদীতে পড়ে যায়। চালক ও খালাসী সহ নদীর প্রায় ত্রিশ ফুট নিচে তলিয়ে যায় লরিটি। হৈ চৈ পড়ে যায় খেয়া ঘাটে। জলের নিচে প্রায় কয়েক মিনিট থাকার পর কোনোরকমে দরজা খুলে বেরিয়ে আসে চালক ও খালাসী। জলের ওপরে ভেসে ওঠার পর খেয়াঘাটের কর্মীরা জলে নেমে তাদের কে ভেসেল তুলে নিয়ে আসেন।

আরো পড়ুন