---Advertisement---

শুরু হয়ে গেল বর্ধমান পুরসভা নির্বাচনের প্রস্তুতি

---Advertisement---

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পুরসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও মনে করা হচ্ছে আগামী ১৬ মার্চ পুরসভার নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে। তার আগ ১৩ মার্চ প্রতিবছরের মতই রাজ্যের বিভিন্ন ক্লাবকে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ সাহায্য প্রদান অনুষ্ঠানও হতে চলেছে কলকাতায়। আর পুরসভা নির্বাচনের ঘণ্টা বাজতেই এবার জোরকদমে শুরু হয়ে গেল প্রস্তুতি। 
শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দলের নেতা-কর্মীদের আদাজল খেয়ে মাঠে নেমে পড়ার নির্দেশও দিয়েছে। আর তারপরেই বর্ধমান পুর এলাকায় শুরু হয়ে গেল তৃণমূলের প্রস্তুতি। মঙ্গলবার বর্ধমানের ১৮ ও ৩৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে জায়গায় জায়গায় নির্বাচন উপলক্ষ্যে অস্থায়ী ক্যাম্প অফিস তৈরীর কাজ শুরু হয়ে গেল। মঙ্গলবার এই দুটি ওয়ার্ডেই একইসঙ্গে দলীয় নেতা-কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আবেদনের কাজেও নেমে পড়লেন।

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment