---Advertisement---

সাতসকালে মেমারিতে দম্পতির গলার নলি কাটা দেহ উদ্ধার, ঘটনার পর থেকেই পলাতক ছেলে, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বুধবার সাতসকালে ভয়াবহ ঘটনায় শিউরে উঠলো পূর্ব বর্ধমানের মেমারি শহর। নিজেদের বসতবাড়ির সামনেই স্বামী স্ত্রীর গলার নলি কাটা রক্তাক্ত দেহ পড়তে থাকতে দেখে তীব্র হৈচৈ পড়ে যায় মে মারি পুরসভার ১১ নং ওয়ার্ডের কাশিয়ারা মোক্তার বাগান এলাকার কাজী পাড়ায়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠানো হয়। জানা যায় মৃত দম্পতির নাম হাজি মুস্তাফিজুর রহমান (৬৬) ও তাঁর স্ত্রী মমতাজ পারভীন (৫৫)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪ টে নাগাদ নামাজ পড়তে যাওয়ার সময় মৃত দম্পতির বাড়ির সামনেই তাদের রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখা যায়। ঘরের ভিতর থেকে দেহ দুটি টেনে বাইরে নিয়ে আসায় রক্তের দাগ স্পষ্ট। সূত্র মারফত জানা গেছে, ঘটনার পর থেকেই দম্পতির ছেলে হুমায়ুন কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ জোড়া খুনের তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দম্পতির ছেলে হুমায়ূন কবির (৩৫) একজন ইঞ্জিনিয়ার। একসময় দিল্লিতে কর্মরত ছিলো। পরে সেখান থেকে ফিরে কলকাতায় একটি ফার্মে কাজ শুরু করে। তবে প্রতিবেশীদের অনেকে জানিয়েছেন, সে মানসিকভাবে সুস্থ ছিলনা।

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন,” এদিন ভোর বেলায় পুলিশের কাছে খবর আসে একজন ব্যক্তি ও মহিলা রক্তাক্ত অবস্থায় তাদের বাড়ির সামনেই পড়ে আছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুজনেরই গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। এটি একটি খুনের ঘটনা। ঘটনার পর দম্পতির ছেলেকে আমরা খুঁজে পাইনি। তবে তাঁদের মেয়েকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক টিম আসছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

See also  বালি পাচারের ভুয়ো চালানে বিশ্ববাংলার লোগো, মুম্বাই থেকে গ্রেপ্তার চক্রের পান্ডা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---