ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ২০০৭ সালের পর থেকে সিপিএম কার্যত হেরে গিয়েছিল। সেই সময় থেকেই রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস কৌশলগত ভাবে এবং মনস্তাত্ত্বিক দিক থেকে হারিয়ে দিয়েছিল বাংলার সিপিএমকে। বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রথমবার যোগ দিয়ে সদ্য তৃণমূলে আসা একদা সিপিএমের পরে বিজেপি নেতা আইনুল হক বক্তব্য রাখতে গিয়ে এই স্বীকারোক্তি করলেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ ফের দলীয় নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন দল পদ কেড়ে নিলে কারোর কোনো অস্তিত্ব থাকবে না। দল ক্ষমতায় থাকলে তবেই প্রত্যেকের অস্তিত্ব থাকবে। তিনি এদিন বলেন, এতদিন দাদার দল করেছেন। কিন্তু এবার তাঁদের প্রকৃত অর্থেই দিদির দল করতে হবে। দাদার দল নয়। পাশপাশি তিনি এও বলেন, দলের মধ্যে যাদের অভিমান, অভিযোগ রয়েছে তারা সরাসরি নেতৃত্বের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে পারেন।