---Advertisement---

গুড়াপে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২বছরের শিশু সহ ৭জনের মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গুড়াপ: হুগলির গুড়াপের কাংসারিপুরের কাছে জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে টোটোর ধাক্কায় টোটো তে থাকা দু বছরের এক শিশুসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে টোটো চালক কে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যালে। চিকিৎসা চলাকালীন দুপুরে মৃত্যু হয় টোটো চালকের।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার সকালে রাস্তার একদিক থেকে আরেক দিকে জাতীয় সড়ক পার করার সময় বর্ধমানমুখী একটি দ্রুত গতির ডাম্পার সরাসরি ধাক্কা মারে টোটো টিকে। ঘটনাস্থলেই মৃত্য হয় ৬জন যাত্রীর। ভয়াবহ এই দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। থমকে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পার টিকে।

বর্ধমান মেডিক্যাল সূত্রে মৃত দের নাম জানা গেছে, বিহান বেরা(২) ও বিদ্যুৎ বেরা(২৯), প্রীতি বেরা(২২), বাড়ি দাদপুর থানার বক্কেশর এলাকায়। সৃজা ভট্টাচার্য্য(২০), বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। রামপ্রসাদ দাস(৬২) ও নূপুর দাস(৫০), বাড়ি পান্ডুয়ার রামেশ্বরপুর ও সৌমেন ঘোষ(২৩), বাড়ি গুরাপ থানার ভোতর এলাকায়।

See also  মেমারিতে আদিবাসীদের ধর্মস্থান অপবিত্র করার অভিযোগ, বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---