ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: ফের বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে আউশগ্রামের ১১মাইলের কাছে পুলিশ একটি গাড়ি আটকে তল্লাশি চালালে মোট ৭৯ টি প্যাকেটে প্রায় ৮১কেজি ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এরই পাশাপাশি গাড়ি থেকে ৩ লক্ষ ২৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানতে পারা গেছে, ধৃত ৬ জনের মধ্যে তিনজনের বাড়ি পশ্চিম মেদিনীপুর বাকি তিনজন বীরভূমের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বিপুল পরিমাণ গাঁজা পশ্চিম মেদিনীপুর থেকে বীরভূমের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। আগাম খবরের ভিত্তিতে গতকাল রাতে নাকা চেকিং এর সময় ১১মাইলের কাছে একটি গাড়িকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০লক্ষ টাকা। ধৃতদের হেফাজতে নিয়ে নির্দিষ্ট ভাবে এই গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল, কাদের কে বিক্রি করার পরিকল্পনা ছিল এবং এই চক্রে আরো কারা জড়িত আছে সবকিছু তদন্ত করে দেখা হবে।