মেমারিতে বিপুল পরিমান শব্দবাজি তৈরির মশলা উদ্ধার, গ্রেফতার এক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ভোটের আগে প্রায় ১১কুইন্টাল বাজী তৈরির মশলা উদ্ধার করল মেমারী থানার পুলিশ। উদ্ধার হওয়া মশলার মধ্যে রয়েছে অ্যলুমিনিয়াম ডাস্ট, আয়রন ডাস্ট, গান পাউডার সহ অন্যান্য সামগ্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একটি হার্ডওয়ার দোকানের মালিককে। ধৃত ব্যবসায়ীর নাম প্রবীর পাঁজা। বাড়ি মেমারি থানার গ্রামদেবীপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর বৈধ লাইসেন্স থাকলেও দোকানে মজুদ মশলা নির্দিষ্ট পরিমাণের অনেক বেশিছিলো।

বিজ্ঞাপন

অপরদিকে দেবীপুরেরই একটি পুরানো বাজী তৈরির কারখানায় হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছে বেশকিছু শব্দবাজী। উল্লেখ্য গত ১২মার্চ মেমারীর তাঁতারপুর এলাকা থেকেও উদ্ধার হয় প্রায় সাড়ে ৯ কেজি বোমা তৈরীর মশলা। এর ঠিক ১৫ দিনের মধ্যে আবারও শব্দবাজি তৈরির কাঁচামাল সহ মশলা উদ্ধার হওয়ায় কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে মেমারীতে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে গোটা জেলা জুড়েই আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। 

আরো পড়ুন