---Advertisement---

হাতে পেন দিয়ে ‘দি এন্ড’ লিখে কালনায় আত্মঘাতী কলেজ ছাত্র

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: কালনা কলেজের প্রথম বর্ষের এক ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। মৃত ছাত্রের নাম সৌরভ মন্ডল (১৯)। বাড়ি কালনা শহরের বন্দেবাজ, মাঝেরপাড়া এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের হাতে পেন দিয়ে ইংরেজিতে লেখা ছিল ‘দি এন্ড’। ভালোবাসার চিহ্ন দিয়ে লেখা হয়েছিল আই লাভ ইউ। আর এর থেকে পুলিশের প্রাথমিক অনুমান প্রেমঘটিত কোন কারণে অবসাদ থেকে আত্মঘাতী হয়ে থাকতে পারে সৌরভ। 

বিজ্ঞাপন
মৃতের পিসোমশাই সুজন বসু জানিয়েছেন, আর পাঁচটা দিনের মতোই গতকাল রাতে খাওয়াদাওয়া করে ঘরে শুতে যায় সৌরভ। এরপর আজ সকালে ঘুম থেকে উঠছে না দেখে দরজা ভাঙতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সৌরভের হাতে পড়ে থাকা ঘড়িটি রাত বারোটা নাগাদ বন্ধ হয়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, কলেজে পড়ার পাশাপাশি সৌরভ একটি মেডিকেল শপে কাজ করতো। ওর বাবা,মা কাজের জন্য বাইরে থাকতো। প্রাথমিকভাবে তাদের অনুমান কোনও মহিলা ঘটিত সম্পর্কের জেরেই সে আত্মঘাতী হয়েছে। আজ বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।
See also  ২নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু ২জনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---