বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: বুধবার গভীর রাতে প্রবল ঝড় এবং তারসাথে শিলাবৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে বোরো ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হলো। ভাতার কৃষি আধিকারিক বিপ্লব পতিহার জানিয়েছেন, বুধবার রাত থেকেই ভাতারের বেশ কিছু অঞ্চল থেকে তাঁর কাছে ফোন আসে। তিনি জানতে পারেন ভাতারের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। হোয়াটস অ্যাপে পাঠানো ছবি দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এর ফলে পাকা ধানের ৩০ শতাংশ ক্ষতি হতে পারে। তবে তিনি জানিয়েছেন, কৃষি দফতরের আধিকারিকদের ইতিমধ্যেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে বলা হয়েছে। রিপোর্ট পেলেই তা জেলায় পাঠানো হবে।
জানা গেছে, ভাতারের বামুনারা, আমারুন ১ ও ২ ব্লক, মাহাচান্দা ও বনপাস গ্রাম পঞ্চায়েতের বোরো ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বামুনারা গ্রাম পঞ্চায়েতের বিজিপুর গ্রামের কৃষক জিয়াউল হক জানিয়েছেন, মাত্র ২০মিনিটের ঝড় আর শিলাবৃষ্টি তাঁর সব শেষ করে দিয়ে গেল। তিনি জানিয়েছেন, একদিকে লকডাউনের ফলে একপ্রকার কাজ হারিয়ে ঘরে বসে আছেন। ভেবেছিলেন ফলন ভাল হওয়ায় বাজার খুললে এই সময়ের লোকসান পুষিয়ে নিতে পারবেন। কিন্তু মাত্র কুড়ি মিনিটের শিলাবৃষ্টিতে সব আশা মাটিতে মিশে গেল। এই একই দুশ্চিন্তার কথা শুনিয়েছেন ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক।