বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবিবার গভীর রাতে আচমকাই বর্ধমান শহরের বড়বাজার এলাকার ইণ্ডিয়ান ব্যাঙ্কের শাখায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গুরুত্বপূর্ণ বেশ কিছু কমপিউটার সহ জিনিসপত্র। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
ব্যাঙ্কের ম্যানেজার পিণ্টু ভঞ্জ জানিয়েছেন, রবিবার মধ্য রাতে আচমকাই আগুন লাগার খবর পান বাড়িওয়ালা এবং গ্রাহকদের কাছ থেকে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে দ্রুত দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্বে নিয়ে আসে। তবে ব্যাঙ্কের শাখার যে অংশে আগুন লেগে ক্ষতিগ্রস্থ হয়েছে সেখানে কোনো টাকা বা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলনা বলে তিনি জানিয়েছেন।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। কম্পিউটার, এসি মেশিন প্রভৃতির পাশাপাশি পুড়েছে বেশ কিছু আসবাবপত্রও। তবে ব্যাঙ্ক ম্যানেজার এদিন জানিয়েছেন, এই ঘটনায় গ্রাহকদের আতংকিত হবার কিছু নেই। তাঁরা আগামী দু-তিনদিনের মধ্যেই এই সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন।