---Advertisement---

সম্পত্তি হাতাতে ভাইয়ের মাথায় শাবলের কোপ দাদার, খন্ডঘোষে গ্রেপ্তার দাদা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: সম্পত্তিগত বিবাদ চলছিলই, মঙ্গলবার তারই জেরে নিজের ভাই রহমান, ভাইয়ের বউ, ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেকে বাড়ির মালিক দাবি করে বসে দাদা রহিম। আর এরই প্রতিবাদ করতেই দাদা রহিম নিজের ভাই রহমানের মাথায় শাবল চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় রহমানকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় খন্ডঘোষ থানার নুরপুর গ্রামে। বুধবার খন্ডঘোষ থানায় সেখ আব্দুর রহমান অভিযোগ জানানোর পরই সেখ আব্দুর রহিম কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করলে বিচারক অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। 

বিজ্ঞাপন
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সেখ আব্দুর রহিম তার ভাই সেখ আব্দুর রহমান, ভাইয়ের বউ এবং ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে যায়। ভাই রহমান এব্যাপারে তাদের মায়ের কাছে গিয়ে বিষয়টি জানাতে যায়। সেই সময় দাদা রহিম একটি শাবল নিয়ে ভাইয়ের মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রহমান। হাসপাতালে চিকিৎসার পর তিনি নিজেই খন্ডঘোষ থানায় গিয়ে দাদা রহিমের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। রহমান অভিযোগে জানিয়েছেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। দাদা রহিম তাঁকে হুমকিও দিয়েছিল পুলিশে অভিযোগ জানালে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণে মেরা ফেলা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
See also  মাধবডিহিতে মৃত ব্যক্তিকে দাহ করতে শ্মশাণে নিয়ে যেতেই তৈরি হল রহস্য, পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে পরিবারের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---