---Advertisement---

মন্তেশ্বরে জুয়ার আসরে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ,উত্তেজনা

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রমরমিয়ে চলছিল জুয়ার আসর। আর গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালাতে গিয়ে জুয়াড়ি ও গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলো পুলিশ। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পুটশুড়ী পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর গ্রামে। এই ঘটনায় পুলিশের দুজন সাব ইন্সপেক্টর এবং একজন সিভিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় রাত থেকেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আহত এস আই দের নাম প্রশান্ত প্রামানিক ও ইদ্রিস শেখ এবং সিভিক ভলেনটিয়ার শেখ মোস্তফা।
পুলিশ সূত্রে জানা গেছে, তারামা পুজো উপলক্ষে এই এলাকায় মেলা বসেছিলো। আর সেই মেলাকে কেন্দ্র করেই জুয়ার বোর্ড এবং লোটো গানের আসর বসেছিলো। গতকাল  রাতে পুলিশের কাছে এই খবর আসে। আর তারপর মন্তেশ্বর থানার ওসি সৈকত মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বাহিনী ওই গ্রামে অভিযানে যায়। পুলিশ কে দেখে জুয়াড়ি ও গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে। বাঁধা দেওয়া হয় ধরপাকড়ের। শুরু হয়ে যায় সংঘর্ষ। লাঠি,ইট দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই সময় গুরুতর জখম হন একাধিক পুলিশ কর্মী। রীতিমত পিছু হটে পুলিশ। যদিও সংঘর্ষের ঘটনায় যুক্ত ১১ জনকে গ্রেফতার করে কালনা আদালতে পেশ করেছে পুলিশ। তার মধ্যে ৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিনই পুলিশ সুপার ভাস্কর মুখার্জি আহত পুলিশ কর্মীদের দেখতে বর্ধমানের বেসরকারি হাসপাতালে যান।
See also  বর্ধমান মেডিক্যালের মর্গে ডোমেদের বিরুদ্ধে জুলুমবাজি, তোলাবাজির অভিযোগ, অভিযোগ গেল মুখ্যমন্ত্রীর কাছে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---