---Advertisement---

১২টি চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার তিন দুষ্কৃতী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ১২টি মোটর সাইকেল সহ তিন দুস্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার আউসগ্রাম থানার পুলিশ আউসগ্রামের ভালকি এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ এক দুস্কৃতিকে আটক করে। ধৃতের বাড়ি গলসি এলাকায় হলেও সে আউসগ্রামের ভালকি অঞ্চলে থাকতো বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশের ডিএসপি ডিএনটি বীরেন্দ্র কুমার পাঠক বলেন,” ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই দুস্কৃতির খোঁজ পায় আউসগ্রাম থানার পুলিশ। পরে সেই দুই দুষ্কৃতী কেও গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পূর্ব বর্ধমান ও বীরভূমের বিভিন্ন জায়গা থেকে মোট ১২ টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। তদন্তের স্বার্থে এখনই ধৃতদের নাম পরিচয় জানানো হচ্ছে না। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে রবিবার আদালতে পেশ করা হয়েছে। এদের হেফাজতে নিয়ে আরও চোরাই বাইক উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে।”

See also  ফোকাস বেঙ্গলে খবররে জের, ১২টি অবৈধভাবে বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করলো গলসি থানার পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---