গলসি তে সড়ক দুর্ঘটনায় আহত চার বাংলাদেশী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বারাসত থেকে বুদ্ধগয়া যাবার পথে ১৯নং জাতীয় সড়কে গলসির ভারত কাটিং মোড়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলো একটি টয়োটো গাড়ি। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চারচাকা গাড়ির চারজন যাত্রী ও গাড়ির চালক। দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চারজন বাংলাদেশী নাগরিক রয়েছেন। অপর আহত ব্যক্তি গাড়ির চালক। বর্ধমান হাসপাতাল সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিন জনের কাঁধের ও পায়ের হাঁড়ে আঘাত লেগেছে। দু’জনের বেশ কিছু জায়গা কেটে গিয়েছে। হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের সকলের চিকিৎসা করা হয়েছে। কয়েক ঘন্টা অবজারভেশন ওয়ার্ডে রাখার পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা করতে আসা আহত ব্যক্তিরা জানিয়েছেন, তারা বাংলাদেশের চট্টোগ্রামের বাসিন্দা। এদিন একটি টয়োটো গাড়ি করে চারজন বারাসত থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন। সেই সময়ে এদের গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে দুর্গাপুরের দিকে থাকে আসা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারলে ট্রাকটি দাঁড়িয়ে পড়ে। ধাক্কার জেরে চালক সহ গাড়িতে থাকা পাঁচ জনেই আহত হন। গলসি থানার পুলিশ তাদের সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

আরো পড়ুন