পশ্চিমবঙ্গ

সাত সকালে খন্ডঘোষে বাইক দুর্ঘটনায় মৃত এক, জখম এক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: দ্রুত গতিতে মোটর সাইকেল নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে মৃত্যু হল এক আরোহীর। গুরুতর জখম হয়েছেন মোটর সাইকেলের আরেক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে বাঁকুড়া বর্ধমান রোডের মেটেডাঙ্গা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে খন্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যাক্তিকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম শেখ আনারুল, বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত কুমনা এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, দ্রুত গতিতে একটি মোটর বাইকের চড়ে দুইজন ব্যক্তি বাঁকুড়া-বর্ধমান রোড ধরে বাঁকুড়ার দিক থেকে বর্ধমানের দিকে আসার সময় খন্ডঘোষের মেটেডাঙা এলাকায় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে রাস্তার ধারে নয়ানজুলিতে। খন্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্থ মোটরবাইক টিকে আটক করেছে খন্ডঘোষ থানার পুলিশ।

Advertisement