ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: বর্তমান কোভিড পরিস্থিতির কারণে ২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যের বহু ছাত্র ছাত্রী প্রয়োজনীয় ফর্ম ফিলাপ করে উঠতে পারেনি। সেক্ষেত্রে আর্থিক কারণও রয়েছে। বহু গ্রামীন ব্যাংক করোনা পরিস্থিতির কারণে আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। এমতবস্থায় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিগণকে একাধিক শিক্ষক সংগঠনের তরফে অনুরোধ করা হয় যাতে তাঁরা ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ আরো অন্তত এক সপ্তাহের জন্য ফাইন ছাড়া পিছিয়ে দেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পিছিয়ে ২১জানুয়ারি পর্যন্ত করার নির্দেশ দিয়েছে। লেট ফাইন দিয়ে জমা দেওয়ার জন্য শেষ তারিখ নির্ধারণ হয়েছে ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত আবেদন জমার শেষ তারিখ ছিল ৫ জানুয়ারি। স্বাভাবিকভাবেই এই নির্দেশে রাজ্যের বহু ছাত্র ছাত্রী উপকৃত হলো বলেই মনে করছেন শিক্ষামহল।